Friday, March 24, 2023
spot_img

সালিশি সভায় মাকে মারধরের অভিযোগে গ্রেফতার ছেলে-বৌমা

 

জয় চক্রবর্তী, বাগদাঃ  সালিশি সভায় মাকে মারধরের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে ৷ পুলিশ ছেলে ও বৌমাকে গ্রেফতার করেছে।ঘটনাটি ঘটে ৩১ শে অক্টোবর বুধবার রাতে বাগদা থানার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের হরিনগর এলাকায়।

সূত্রে জানা যায়, মা রেবা মন্ডল ও বাবা অশোক মন্ডল ছেলে বৌমার সঙ্গে থাকতো। দেড় বছর হল স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৷ অশান্তির ভয়ে স্বামীর পেনশনের পুরো টাকা ছেলের হাতে তুলে দিতে বাধ্য হতেন তিনি৷ মাস চারেক আগে রেবা দেবী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে চলে আসে বলে অভিযোগ। প্রায় ১ মাস তিনি সেখানে ভর্তি থাকেন৷ এরপর মা হাসপাতালে ভর্তি খবর পেয়ে মেয়েরা তাকে সুস্থ করে নিজেদের বাড়িতে নিয়ে যান ৷

এদিন সকালে ওই গ্রামের লোকেদের সঙ্গে যোগাযোগ করে একটি ঘরোয়া সালিশি সভার আয়োজন করা হয় ৷ আর সেই সভায় উপস্থিত ছিল মা , ছেলে এবং দুই মেয়ে। এদিন সভা চলাকালীন সকলের সামনেই রেবা দেবী কে মারধর করে ছেলে ও বৌমা এমনই অভিযোগ।

রেবা দেবী বলেন ” ছেলে আমায় দেখেনা ওকে আমার সম্পত্তি দেব কেন?” এই কথা বলতেই উঠোনের উপর ধাক্কা মেরে ফেলে দেয় ও মারধর করে আমায় ৷ এরপর ঘটনার দিন রাতেই বাগদা ব্লক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ অপরদিকে ছেলে-বৌমার বিরুদ্ধে পরের দিন ভোর বেলায় থানায় অভিযোগ হলে পুলিশ অভিযুক্ত ছেলে অশোক মণ্ডল ও বৌমা রীতা মন্ডলকে গ্রেফতার করে৷

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles