32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

বনগাঁ রেল পুলিশের সহযোগিতায় ছাত্রি ফিরে পেল ব্যাগ ও নগদ টাকা

জয় চক্রবর্তী, বনগাঁঃ  বনগাঁ রেল পুলিশের সহযোগিতায় ছাত্রি ফিরে পেল ব্যাগ ও নগদ টাকা। ২৯ শে অক্টোবর সোমবার সকালে বনগাঁ রেল ষ্টেশন সংলগ্ন আরপিএফ অফিসে ওই ছাত্রীর হাতে হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা তুলে দেয় রেল পুলিশের আধিকারিকরা।

সূত্রে জানা যায়, বহরমপুর নিবাসী বনিতা দাস কলকাতায় থেকে পড়াশোনা করে। পূজোর ছুটিতে বহরমপুরের বাড়ি থেকে ফেরার সময় নৈহাটিতে জল কিনতে নামলে ট্রেন ছেড়ে চলে যায়। পরবর্তী ট্রেন ধরে ছাত্রি শিয়ালদহ গিয়ে হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে না পেলে রেল পুলিশের দ্বারস্থ হয় সে। সেই মত রেল পুলিশ তদন্তে নেমে জানতে পারে ট্রেনটি বনগাঁর দিকে রহনা দিয়েছে সেই মত বনগাঁ রেল পুলিশকে খবর দিলে রেল আধিকারিক দুবে বাবুর নেত্বৃত্বে তল্লাশী শুরু হলে ট্রেন থেকে উদ্ধার করা হয় সমস্ত ব্যাগ ও জিনিসপত্র । পরবর্তী সময়ে ওই ছাত্রিকে ঢেকে চিহ্নিত করন করে এদিন তার হাতে ব্যাগ ও ব্যাগে থাকা ২৪ হাজার টাকা তার হাতে তুলে দেন। রেল পুলিশের এই ভূমিকায় খুশি ছাত্রিটি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles