ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
পূর্ব নিধারিত অনুযায়ী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা হয়েছিল। এর জেরেই সম্প্রতি ফের সেই প্রসঙ্গ শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করার পক্ষে সওয়াল করেন। কিন্তু দুই নির্বাচন একসঙ্গে করা এখনই সম্ভব নয় বলে জানিয়ে দিলেন নতুন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। তিনি জানান, দুটি নির্বাচন একসঙ্গে করতে হলে যে আইনি পরিকাঠামো দরকার তা তৈরি হতে অনেক সময় লাগবে।
২০১৯ থেকেই একসঙ্গে হতে পারে লোকসভা ও বিধানসভা নির্বাচন, এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। এবিষয়ে জানতে চাওয়া হলে ওম প্রকাশ রাওয়াত বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক লোক নই। তবে আমরা এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। বিষয়টি পুরোপুরি আইনি কাঠামোর উপর নির্ভরশীল। যতক্ষণ না উপযুক্ত আইনি কাঠামো তৈরি হচ্ছে, আমাদের এ ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। আইনি কাঠামো তৈরি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর এর জন্য অনেকটা সময় লাগবে।”
রাওয়াত আরও বলেন, “নির্বাচন কমিশন সংবিধানের তৈরি। আমাদের ভালো লাগুক বা না লাগুক আইনে যা আছে আমাদের সেভাবেই নির্বাচন পরিচালনা করতে হবে।”