Thank you for reading this post, don't forget to subscribe!
ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ শীত আসছে। তার মানেই শুষ্ক ত্বক। প্রয়োজন হবে গ্লিসারিন, বডি ওয়েল, ফেস ক্রিম, লোশনের মতো নানা কিছুর। যাতে আপনার ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল। এখানে দেওয়া থাকল ঘরোয়া উপায়ে ড্রাই স্কিন স্বাভাবিক রাখার সহজ পদ্ধতি।
১। যা যা লাগবে
গ্লিসারিন- ৫ ফোঁটা
গোলাপ জল- ২০ মিলিলিটার
লেবুর রস- একটা আস্ত লেবু
২। তিনটি দিনিস এক সঙ্গে মিশিয়ে একটি কাচের শিশিতে রেখে দিন। ফ্রিজে রাখলে ভাল হয়।
৩। বেশি ভাল ফল চাইলে, এই মিশ্রণের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপস্যুল মিশিয়ে নিতে পারেন।
৪। প্রতিদিন অল্প অল্প করে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুষ্ক ভাব কেটে গিয়ে আপনি হয়ে উঠবেন ঝলমলে।
প্রসঙ্গত, যারা মেক-আপ ব্যবহার করেন, মেক আপ তুলে ফেলার পরে এই মিশ্রণ মুখে স্প্রে বা তা দিয়ে মুখ মুছে নিন। উপকার পাবেন।