ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৩ শে জানুয়ারি রাতে প্রকাশ্যে খোলা তরোয়াল নিয়ে দাপাদাপি স্বঘোষিত কালীভক্তের। আতঙ্ক ছড়াল বরানগরের আলমবাজারের ফেরী ঘাটের কাছে আহমেদ নগরে। সুত্রের খবর, এদিন রাতে সুরজ কুমার রায়(30) ওরফে টারজান বরানগর বাসস্ট্যান্ড সংলগ্ন বস্তিতে তরোয়াল হাতে ঢুকে এলোপাথাড়ি কয়েকজনকে কোপাতে শুরু করে। সুরজের তলোয়ারের আঘাতে আহত ৫ জন। এই ৫ জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। এদের কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে স্থানন্তরিত করা হয় আর জি কর হাসপাতালে। হঠাৎ এই ঘটনা ঘটায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
পুলিশি সুত্রে খবর, এদিন খবর পাওয়া মাত্রই বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং রাতভর তল্লাশি করার পর অভিযুক্ত সুরজ ওরফে টারজানকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করেন ধৃতের তরোয়ালটি। মানসিক ভারসাম্যহীন অভিযুক্ত যুবক। বরানগর আহমেদ নগর বাড়ি।