ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ চেন্নাই বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা। গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। তারা দার্জিলিঙের বাগডোগরা থেকে বিমানে উঠেছিল।
DRI-র চেন্নাই জোনাল ইউনিটের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ধৃতরা স্বীকার করেছে যে বাগডোগরা বিমানবন্দর থেকে সোনা আনার জন্য তাদের বলা হয়েছিল। বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে লুকিয়ে সোনা আনতে বলেছিল চেন্নাইয়ের নিয়োগকারীরা।
তদন্তে আরও জানা গেছে, মালয়েশিয়া থেকে ওই সোনা প্রথমে নেপালে আসে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাগডোগরায় নিয়ে আসা হয় ওই সোনা। ধৃত দুই ব্যক্তি পৃথক বিমানে বাগডোগরা থেকে চেন্নাইয়ে আসে। ধৃত দু’জনকে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক।