শান্তনু বিশ্বাস, হাসনাবাদ:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৩ শে জানুয়ারি শিয়ালদহ হাসনাবাদ আপ লাইনে চাঁপাপুকুর এলাকায় ট্রেনের সামনে মা ও মেয়ে ঝাপ দেন। এর জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত দুজনের নাম বছর ২৪ এর শরুফা বিবি ও বছর ৬ এর অনিফা খাতুনের। মূলত এই ঘটনার জেরে ঘটনাস্থলে থেকে মৃত দেহ উদ্ধার করেন বসিরহাট জিআরপি।
প্রশাসনিক সুত্রে খবর, মৃত মা ও মেয়ের বাড়ি মাটিয়া থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায়। এবং পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।