29 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

নাসার নয়া ঘোষণা, রাতের আকাশে দাপাচ্ছে গডজিলা আর হাল্ক

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ  রাতের আকাশে সপ্তর্ষি মণ্ডল বা কালপুরুষ নিশ্চয়ই দেখেছেন। এইসব নক্ষত্রমণ্ডলীর পাশে এবার জায়গা করে নিচ্ছে দুই কল্পিত চরিত্র। নাসার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে সম্প্রতি।

গডজিলা এবং হাল্ক। দুনিয়া জুড়ে অত্যন্ত বিখ্যাত এই দুই চরিত্রের আদল মিলেছে মহাকাশে। তবে এক্ষেত্রে মহাকাশে বিভিন্ন নক্ষত্রকে জুড়ে জুড়ে নয়, ফার্মি টেলিস্কোপ থেকে দেখা গামা রশ্মির উপরে নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাসার বক্তব্য, এই গামা রশ্মিই হল আলোর সর্বাপেক্ষা শক্তিশালী ফর্ম। তাকে ধরেই ২১টি নতুন নক্ষত্র মণ্ডলীর খোঁজ মিলেছে।

[espro-slider id=13429]

২০০৮ সাল থেকে ফার্মির লার্জ এরিয়া টেলিস্কোপ প্রতিদিন গোটা আকাশে ছানবিন চালিয়ে আসছে। খুঁজে দেখছে গামা রশ্মির উৎস। এই প্রোজেক্টের ১০ বছর পূর্তি উপলক্ষে মজার এই উদ্যোগ নিয়েছে নাসা।

তবে রাতের আকাশে খালি চোখে এই গডজিলা ও হাল্কের দেখা মেলা অবশ্য দুষ্কর। সে জন্য চোখ রাখতে হবে উচ্চশক্তির টেলিস্কোপে। সে সুযোগ না পেলে নীচের লিঙ্কে ক্লিক করে এক বার ঘুরে আসতে পারেন নাসার ওয়েবসাইটের এই ছদ্ম-মহাকাশ থেকে-

https://fermi.gsfc.nasa.gov/science/constellations/

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles