ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের কার্ড প্রকাশ্যে আসতেই, হইচই পড়ে গিয়েছে বলিউডে। গতকাল বিয়ের কার্ড প্রকাশ্যে এনে তা টুইট করতেই , তা যাবতীয় লাইমলাইট শুষে নেয়। কার্ডের ছবি প্রকাশ করে, দীপিকা ও রণবীর জানান, ১৪ -১৫ নভেম্বর তাঁরা বিয়ে করতে চলেছেন।
অনেকেই মনে করছেন, বিয়ের তারিখ হিসাবে ১৫ নভেম্বরকে বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ এক কারণ। ২০১৩ সালে ১৫ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘রামলীলা’। আর ‘রামলীলা’ ছবির হাত ধরেই রণবীর ও দীপিকা কাছাকাছি আসেন। সেটে-এ তাঁদের বন্ধুত্ব আর তার থেকে প্রেম ঘিরে বহু গুঞ্জন শুরু হয়। পরবর্তীকালে প্রেমের কথা কার্যত শিকার করে নেন তাঁরা।
উল্লেখ্য, গতকাল ‘দীপবীর’-এর বিয়ের দিন ঘোষণা হতেই ১৫ ই নভেম্বর তারিখ ঘিরে জল্পনা বাড়তে থাকে। অনেকেরই দাবি ‘রামলীলা’ ছবি যেহেতু তাঁদের জুটির প্রথম ছবি, তাই সেই ছবির মুক্তির দিনের ৫ বছর পূর্তীতে বিয়ে করতে চলেছেন দীপিকা, রণবীর।