ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
হোটেলের বাথরুমে মহিলা ক্রীড়াবিদের স্নানের ছবি মোবাইল ফোনে তুলতে গিয়ে চেন্নাইয়ে গ্রেপ্তার হয় পশ্চিমবঙ্গের এক শ্রমিক। ধৃত শ্রমিকের নাম আলাউদ্দিন হুসেন। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলা ক্রীড়াবিদ উত্তরাখণ্ডের বাসিন্দা। ৬৮তম ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চেন্নাই এসেছেন তিনি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে টুর্নামেন্ট। স্টেডিয়ামের পাশে একটি হোটেলে উঠেছিলেন ওই ক্রীড়াবিদ। সেখানেই এই ঘটনাটি ঘটে। এক্ষেত্রে মহিলা অভিযোগ করেন, তিনি যখন হোটেলের বাথরুমে স্নান করছিলেন, তখন হঠাৎ দেখতে পান গোপনে তাঁর স্নানের ছবি তোলা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি হোটেলের রুম থেকে অ্যালার্ম বাজিয়ে কর্মীদের ডাকেন। তখন তাঁরা এসে আলাউদ্দিনকে আটক করেন। এবং পুলিশে খবর দেওয়া হলে পারিয়ামেত থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার তদন্তে জানা যায়, পশ্চিমবঙ্গ থেকে চেন্নাইয়ে কাজ করতে এসেছিল আলাউদ্দিন। বয়স ২৪ বছর। ওই হোটেলে নির্মাণ শ্রমিকের কাজ করছিল সে। এমনকি জেরায় পুলিশকে জানিয়েছে, নির্মাণ কাজের জন্য হোটেলের বিভিন্ন জায়গার ছবি মোবাইল ফোনে তুলছিল সে।