24 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

দেবীপক্ষে শুরু মোদীর দৌত্য, বাড়ছে জ্বালানি তেলের দাম!

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ  ১৫ই অক্টোবর মহাষষ্ঠীর দিন সোমবারও বেড়েছে জ্বালানি তেলের মূল্য। তবে এই মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিশ্বের জ্বালানি তেলের পরিস্থিতি জানতে তেল কোম্পানির চিফ এগজিকিউটিভদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

চার মেট্রো শহরে এদিন ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে ৮ কিংবা ৯ পয়সা করে। দিল্লি ও কলকাতায় সোমবার ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে ৮ পয়সা করে। অন্যদিকে মুম্বই ও চেন্নাইয়ে এই বৃদ্ধি ৯ পয়সা করে। এদিনের মূল্যবৃদ্ধির পর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৭৫.৪৬টাকা, ৭৭.৩১ টাকা, ৭৯.১১ টাকা এবং ৭৯.৮০ টাকা।

যদিও এদিন ৪ মেট্রো শহরের কোনও জায়গাতেই পেট্রোলের কোনও রকমের মূল্যবৃদ্ধি হয়নি। তবে মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোলের দাম ছিল যথাক্রমে ৮৮.১৮টাকা, ৮৪.৫৪ টাকা, ৮৫.৯৯ টাকা। দেশের বিভিন্ন রাজ্যে করের পরিমাণ ভিন্ন হওয়ায় পেট্রোল ও ডিজেলের দামেও ভিন্নতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের মূল্য ৮৫ ডলারের আশেপাশে। এমাসের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জ্বালানি তেলের ওপর কর লিটার পিছু ১.৫০ করে হ্রাসের কথা ঘোষণা করেছিলেন।

এছাড়াও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি তেলের দাম কমিয়ে ছিল লিটার পিছু ১ টাকা করে। ৪ঠা নভেম্বর থেকে ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা বলবত হতে চলেছে। সেই সময়কার সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ও তেল কোম্পানির চিফ এগজিকিউটিভদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে অনুমান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles