25 C
Kolkata
Wednesday, March 13, 2024
spot_img

এবার রেল বড় বদল নিয়ে আসছে দূরপাল্লার ট্রেনে

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ভারতীয় রেলের এসি টায়ারের কিউবিকল থেকে সরানো হতে পারে পর্দা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রেলের ২ টেয়ার কোচে যে পর্দাগুলি টানানো থাকে সেগুলি পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে রেলের। সেই অসুবিধা এমন জায়গায় পৌঁছেছে যে, রেল মন্ত্রক এসি টু টেয়ার থেকে পর্দার ব্যবস্থা সরিয়ে দেওয়ার কথা ভাবছে।

পর্দা ব্যবহার করা হয় সাধারণত যাত্রীর গোপনীয়তার জন্য। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই যাত্রীরা কখনও ভিজে হাত মোছেন বা এঁটো হাত পর্দাতে মোছেন। ফলে সেগুলিকে পরিষ্কার করে রাখা পাহাড় প্রমাণ কাজ হয়ে দাঁড়ায়। নিয়মিত পরিষ্কার করা হলেও এই সমস্যাগুলির মুখে পড়ায় পর্দার ব্যবস্থাই বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে রেল।

ফলে পর্দাগুলি অপরিচ্ছন্ন থাকায়, তা থেকে জীবাণুও ছড়ায়। তাই দূরপাল্লায় ট্রেনে যাতায়াত করার ফলে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এই সবের কথা মাথায় রেখেই আর এসি ২ টায়ার কোচে পর্দার ব্যবস্থা রাখা হবে না।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles