ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিন সকালে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারাল ভারত। শতরান হারালেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পন্থ(৯২) ও অজিংকা রাহানে(৮০)। ওয়েস্ট ইণ্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিলেন। ৩৬৭ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। বিরাট কোহলিরা এগিয়ে ৫৬ রানে।
উল্লেখ্য, ১৩ই অক্টোবর রস্টন চেসের শতরানের সুবাদে প্রথম ইনিংসে ৩১১ রান করে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৮। ১৪ই অক্টোবর শুরুতেই রাহানেকে ফেরান হোল্ডার। তার বলেই কোন রান না করে অল আউট হন রবীন্দ্র জাডেজা। রবিচন্দ্রন অশ্বিন করেন ৩৫ রান।