ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২৩ শে ফেব্রুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদেউ-এর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদেউ। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রীকে তাকে আলিঙ্গন করেন। মূলত এই বৈঠকে দু’দেশের সম্পর্ক ও উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী।
অপরদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, দু’দেশের সম্পর্ক আরও ভালো করতে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, শিল্প, যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়।
You May Share This