অমিয় দে, সোনারপুরঃ ৬৫ তম বর্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর এম এন রায় রোডের নবারুণ সঙ্ঘের মণ্ডপ ভাবনা ভারতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী স্থাপত্যকে রক্ষা করা। এই ঐতিহ্যবাহী স্থাপত্যের মাধ্যমেই শিল্পীরা বেঁচে রয়েছেন বলে দাবি উদ্যোক্তাদের। তাই এই শিল্পকে রক্ষা করার জন্যই এবারের মন্ডপ ভাবনা নবারুণ সংঘের।
১৩ই অক্টোবর শনিবার সকালে নবারুন সঙ্ঘের পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সঙ্গে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের সংখ্যা লঘু দপ্তরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। মন্ডপটি রূপদান করা হয়েছে পুরনো ঐতিহাসিক মন্ডল এর রূপে। মণ্ডপের ভেতরের বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা হয়েছে। পাশাপাশি প্রতিটির মধ্যে রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া, তবে প্রতিমার সম্পূর্ণ মাটির তৈরি।