ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২২ শে ফেব্রুয়ারি দুর্গাপুরের চনচনি কোলিয়ারি এলাকায় বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। বর্তমানে এই ঘটনায় ৩ জনকে আটক করেছে অণ্ডাল থানার পুলিশ।
মূলত চনচনি কোলিয়ারি এলাকার ভুঁইঞাপাড়া বস্তিতে এক সন্তানকে নিয়ে একাই থাকেন ওই মহিলা। কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। অভিযোগ, ঘটনার দিন ৪ জন যুবক মদ্যপান করে গতরাতে তাঁর বাড়ির দরজা ভেঙে ঢোকে। এরপর তারা ওই মহিলার শ্লীলতাহানি করে। পরে মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে তার আগেই পালিয়ে যায় ওই যুবকরা।
বর্তমানে এই ঘটনার তদন্তে নেমে অণ্ডাল থানার পুলিশ জানতে পারেন যে অভিযুক্তরা ওই এলাকারই বাসিন্দা। ইতিমধ্যেই খোঁজ চালিয়ে ৩ জনকে আটক করা হয়। তবে এখনও একজন অভিযুক্ত পলাতক।