অর্ণব মৈত্র, সল্টলেকঃ দুর্ঘটনা আহত বিদেশ থেকে আশা ৩ নাইজেরিয়ান। আহতরা বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে সল্টলেকের লোহা পুলের কাছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটার দিক থেকে নিকোপার্কের দিকে যাওয়ার সময় লোহা পুলের কাছে দাঁড়িয়ে থাকা গ্যাসের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ক্যাব। গাড়িতে থাকা ৩ নাইজেরিয়ান যাত্রী আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌছায় সল্টলেক ইলেকট্রনিক্স কম্পপ্লেক্স থানার পুলিশ।
You May Share This