ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকার এক শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পুজো এলেই নতুন কিছু করে দেখানোর নেশা পেয়ে বসে তাঁকে। বাঁকুড়া শহরের এই শিল্পীর হাতেই তৈরি হয়েছে এই অভিনব দুর্গামূর্তি। একটি ছোট্ট সূচের গায়ে মাটি দিয়ে তৈরি সেই মূর্তি। প্রায় ১৫ দিনের প্রচেষ্টায় সপরিবারে উমাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
পুজো এলেই নতুন কিছু করে দেখানোর নেশা পেয়ে বসে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। নিজের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে আপন মনে তৈরি করেন নানা ধরনের প্রতিমা। এর আগেও এমন ছোট্ট দুর্গামূর্তি করে নিজের শিল্প ভাবনাকে তুলে ধরেছেন দর্শকদের সামনে। তাই পুজো এলেই সকলে অপেক্ষায় থাকেন নতুন কী উপহার দেবেন শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
একদিকে যেমন বড় বড় প্রতিমা ও বিগ বাজেটের পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। পুজো উদ্যোক্তাদের মধ্যেও তৈরি হয়েছে সেরা হওয়ার লড়াই। অন্যদিকে, অতি সূক্ষ্ণ দুর্গা করে নিজের শিল্প ভাবনাকে এগিয়ে নিয়ে যওয়ার লড়াই চালাচ্ছেন ইন্দ্রনীল। তাঁর স্বপ্ন, তাঁর এই সৃষ্টি সংরক্ষিত হোক কোথাও।