শান্তনু বিশ্বাস, বাগদা:
২২ শে ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বাগদার বিএসএফ ২৩ নম্বর ব্যাটেলিয়ান দ্বারা উদ্ধার হয় দুটি আগ্নেয়অস্ত্র সহ ২৫রাউন্ড গুলি।
মূলত এদিন সন্ধ্যায় আগাম সূত্রে খবর পেয়ে দাশপাড়া এলাকায় হানা দেয় উত্তর ২৪ পরগনার বাগদার বিএসএফ ২৩ নম্বর ব্যাটেলিয়ানরা। আর তারপরই দুই পাচারকারী বুঝতে পেরে চম্পট দেয় কিন্তু একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে যায়, তাতে উদ্ধার হয় দুটি আগ্নেয়অস্ত্র সহ ২৫রাউন্ড গুলি।
উল্লেখ্য এদিনই উদ্ধার হওয়া বস্তু গুলি বিএসএফ এর পক্ষ থেকে পুলিশের কাছে জমা দেওয়া হয়।