জয় চক্রবর্তী, বনগাঁঃ ঘটনাটি ঘটে ৭ই অক্টোবর, সকাল ৯টা ও ১২ টা নাগাদ বনগাঁ থানার রেলওয়ে ষ্টেডিয়াম এলাকায়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বনগাঁ সীমান্ত এলাকা থেকে বিনা পাসপোর্টে ভারতে ঢুকে বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় দালালদের সহযোগিতায় লুকিয়ে পড়ে বাংলাদেশীরা। পরে প্রশাসনের ফাঁক ফোকর দেখে পাড়ি দেয় অন্যত্র।
বনগাঁ পৌরসভা এলাকার ১৯ ওয়াডের আর এস মাঠ সংলগ্ন এলাকা ও পল্লীশ্রী এলাকায় দীর্ঘদিন ধরে এমন বাংলাদেশীদের আখড়া হয়ে উঠে ছিল বলে দাবী, আজ সকালে সন্দেহ জনক ভাবে ৯ জনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকেরা। স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশী বুঝতে পারলে, একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ৯ জন বাংলাদেশীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পাশাপাশি পল্লীশ্রী এলাকার বাঁশবাগানে আজ দুপুরে শিশু, মহিলা সহ ১৫ জন বাংলাদেশি কে দেখতে পায় এলাকার লেকারা তাদের কেও পুলিশের হাতে তুলে দেয় ৷
এলাকার সাধারন মানুষের দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্ট ভারতে এসে এই এলাকায় রাতে ঘাঁটি গাড়ে বাংলাদেশীরা। এ নিয়ে প্রশাসনকে জানিয়ে তেমন ফল হচ্ছে না, তাই বাধ্য হয়ে নিজেরা ধরে রেখে পুলিশের হাতে তুলে দিল তাদের, এমনটাই বলেন স্থানীয়রা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁ মহকুমা জুড়ে ধারাবাহিক অভিযান চালান হয়। সামনে দুর্গাপুজো, ঈদ, এই সময় অবৈধ যাতায়াতের পরিমান বাড়ে৷ লাগাতার পুলিশ অভিযান ও চলে৷ সম্প্রতি বেশকিছু অবৈধ দালালদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে৷
1 0 - 1Share