Thursday, March 23, 2023
spot_img

“বাংলার হৃদয়ে দার্জিলিং” – মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গোৎসব

বেঙ্গল টুডের পূজা পেডিয়া – ২০১৮

মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গোৎসব

শুরুটা সেই ১৯৭৫ সালে। প্রথম বছর মাত্র ৫৭১ টাকার বাজেট নিয়ে দুর্গাপূজা আয়োজিত হয়ে। তারপর দেখতে দেখতে বছর ঘুরে আবার পূজার আয়োজন ও তার সাথে সাথে আরও এলাকার মানুষকে এই কর্মযজ্ঞের সাথে শামিল করে আজ মহীরুহে পরিণত হয়েছে এই মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দের দুর্গাপূজা।

বর্তমানে প্রতি বছর নানা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন রূপে হাজির হচ্ছে এই সংস্থার পূজা। আর এর জন্যই গত ২০১৫ এবং ২০১৬ সালে বিস্ববাংলা জেলার পূজায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়ে এই সংস্থা।

[espro-slider id=12841]

এমনকি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং ব্যারাকপুর প্রেস ক্লাবের বিচারে পরপর তিনবার প্রথম স্থান অর্জন করে মধ্যনোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দের দুর্গাপূজা। এবার তাদের ৪৪তম বর্ষে ২০১৮-র চমক “বাংলার হৃদয়ে দার্জিলিং”। উদ্যোক্তারা চান তাদের এই উপস্থাপনা দেখতে যেন ভ্রমণপ্রিয় বাঙালী নানা প্রান্ত থেকে আসেন ও তাদের তরফ থেকে আগত সকল দর্শনার্থীকে জানায় আন্তরিক অভিনন্দন। তাই সকলের সুবিধার্থে এখানে দেওয়া হল রুট ম্যাপ যা নিশ্চয়ে সকলের কাজে লাগবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles