জয় চক্রবর্তী, বনগাঁঃ গোপন সূত্রে খবর পেয়ে পেট্রাপোল থানার পুলিশ রাত ১টা নাগাদ নরহরিপুর জামতলা এলাকা থেকে দীপক খাঁ (৪৩) নামে এক ব্যক্তিকে সন্দেহ জনক ভাবে আটক করে৷ তার কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ ধৃতকে ৫ই অক্টোবর বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, গোপনসূত্রে খবর পেয়ে বনগাঁ জিআরপি থানার পুলিশ বিশু অধিকারি (8২) নামে এক ব্যক্তিকে আটক করলে তার কাছ থেকেও কাঠের হাতলওয়ালা দেশী পাইপগান, হাতুড়ি, গুলি উদ্ধার হয়৷ জিআরপি পুলিশ বেআইনি অস্ত্র রাখার দায়ে তাকে গ্রেফতার করেছে। এদিকে গোপালনগর থানার পুলিশ বেআইনি ভাবে মদ বিক্রি করার অভিযোগে অসীম বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। টালিখোলা মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত অসীমের কাছ থেকে ২৬ বোতল দেশি মদ উদ্ধার হয়েছে। একই থানার পুলিশ পাল্লা এলাকায় এক জুয়ার ঠেকে হানা দিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে তাস, টাকা ও অন্যান্য জিনিষ উদ্ধার হয়।