31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

জাল সার্টিফিকেট তৈরির হদিশ, গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক

জয় চক্রবর্তী, বনগাঁঃ নকল জন্ম শংসাপত্র, স্কুল লিভিং সার্টিফিকেট তৈরি ও বিক্রির অভিযোগে এক প্রাক্তন প্রাইমারি শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে, ৩রা অক্টোবর সকালে গাইঘাটা থানার ঠাকুরনগর শিমূলপুর এলাকা থেকে নকল জন্ম শংসাপত্র, স্কুল লিভিং সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন মানুষকে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগে গুরুবর বাইন (৭৬) নামে এক প্রাক্তন প্রাইমারি স্কুল শিক্ষককে গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যাক্তি মোটা টাকার বিনিময়ে কয়েক বছর ধরেই ওই কারবার চালাচ্ছিল, গোপনসূত্রে খবর পেয়ে কিছুদিন ধরে গুরুবর বাইনের উপর নজর রাখছিল পুলিশ৷ আজ সকালে ঠাকুরনগর বাজারে তাঁর মুদিখানার দোকানে গিয়ে তল্লাশি করতেই উদ্ধার হয় ১৪টি ব্ল্যাঙ্ক স্কুল লিভিং সার্টিফিকেট, ৩টি ব্ল্যাঙ্ক স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, বেশ কিছু নকল জন্মশংসাপত্র। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ৷

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles