শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ জোর কদমে চলছিল দূর্গা পূজোর প্যান্ডেল। সকালে প্যান্ডেলে রাজমিস্ত্রি কাজ করার সময় ওপর থেকে তাদের গায়ে জল জাতীয় কিছু পরাতে উপরে তাকাতেই দেখে ঝুলন্ত অবস্থায় এক যুবক ঝুলছে। ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তরগর্ত মিলন সংঘের পূজো প্যান্ডেলে। সাথে সাথে ক্লাবের সদস্যদের জানালে তারা এসে পুলিশ কে খবর দেয়। অনেক উচ্ছতায় দেহ থাকার ফলে নিচে দেহ নামাতে বেগ পেতে হয় পুলিশের। পরে দমকলের কর্মীরা এসে দেহটি নিচে নামায়। দেহটিতে পঁচন ধরে গেছিলো বলে জানায় স্থানীয়রা।
মৃত দেহটি প্যান্ডেল মিস্ত্রি বছর ৪০-এর সহদেব আচার্য, বাড়ি সেনডাঙ্গা এলাকায় বলে জানা গিয়েছে। সুত্রের খবর অনুযায়ী, গত শনিবার কাজে যায়ার নামে বাড়ি থেকে বেরোয়। ফিরে না আসাতে রবিবার অশোকনগর থানায় নিখোঁজ ডাইরি করা হয় পরিবারের তরফ থেকে। দেহটি নামিয়ে বারাসাত হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছেন অশোকনগর থানার পুলিশ।