32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

ফের অসাধু জলের কারখানার খোঁজ মিলল, গ্রেফতার ১

 

শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ উত্তর ২৪ পরগনায় বেশ কিছু অসাধু ভুয়ো জলের কারখানা গড়ে ওঠেছে। এবার অশোকনগর থানার অন্তরগর্ত মানিকতলা যশোর রোডের পাশে ভুয়ো জলের করখানার হদিশ মিলল পুলিশের কাছে। ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে গীতা এ্যাকোয়া পিওর নামে ওই কারখানায় হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। সাটার দেওয়া বড় ঘরের ভিতরেই বছর তিনেক ধরে চলছিল এই পাতি জলের রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা থেকে নিয়ে গেলে ১০ টাকা, বাড়িতে পৌঁছে দিলে ২০ টাকা করে লাগতো। এই কারখানায় অভিযান চালিয়ে বেশ কিছু খালি জলের ব্যারেল ও ছিপি উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার রাজু মন্ডল নামে এক কর্মী। যদিও মুল অভিযুক্ত মালিক বিশ্বজিৎ হালদার পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেন বিষ জল বিক্রি করে মানুষের জীবন নিয়ে খেলছে এই অসাধু জল ব্যবস্থায়িরা, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles