শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ দেনার দায়ে বাড়ির সামনের একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তরগর্ত দোগাছা কুমারডাঙ্গা এলাকায়। বছর ৫৩-এর সুনীল ঘোষের পরিবারের দাবী, সুনীল ঘোষ পেশায় চাষী। দীর্ঘদিন ধরে শারীরিক রোগ ভোগে বাড়িতে ছিলেন। ফলে বেশ কিছু দেনা সংস্থা থেকে মোটা অঙ্কের লোন নেয় সে। পাশাপাশি দূর সম্পর্কের আত্মীয় দেগঙ্গা থানার অন্তরগর্ত রামপুরের বাসিন্দা পিন্টু ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেয়। কিছুদিন যাবদ সবাই টাকার চাপ দিচ্ছিল, ফলে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সুনীল ঘোষের ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার। সকালে রোজকার মত ঘুম থেকে উঠে বাইরে বেরয়। পরবর্তী সময় বাড়ির অনান্য লোকজন ঘরের বাইরে বেড়িয়ে দেখে ঘরের বাইরে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে সে। সাথে সাথে পাড়া-প্রতিবেশীদের সহযোগীতায় নামিয়ে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে তাকে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে দেহটি ময়নাতদন্ত করার জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।