জয় চক্রবর্তী, বনগাঁঃ বাংলাদেশে যে শ্রমিকরা লোডিং-আনলোডিং-এ কাজ করে, তাদের পাওনা গন্ডা নিয়ে সমস্যার জেরে পেট্রোল সীমান্তে আমদানি-রপ্তানি ব্যবসা বন্ধ ৷ কাস্টম ক্লিয়েরিং-এর সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের ভিতরে একটা অর্থনৈতিক শোষণ চলছে, বাংলাদেশের শ্রমিকরা একটা অর্থনৈতিক অত্যাচার চালাচ্ছে। ইন্ডিয়ান যারা গাড়ি নিয়ে এখান থেকে রপ্তানিকৃত পণ্য বাংলাদেশ নিয়ে যাচ্ছে, তাদের ওপর অর্থনৈতিক জুলুম চালাচ্ছে, দীর্ঘদিন ধরে৷
বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ শুল্ক দফতর এবং ভারতীয় শুল্ক দফতরের আধিকারিকরা, এক্সপোর্ট ইমপোর্ট-এর কর্মচারী সংগঠন যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়ে নির্দিস্ট রেট ধার্য করে৷ কিন্তু এর পরও বাংলাদেশের শ্রমিক সংগঠন তারা সেই কর্তৃপক্ষের দেশের কর্তৃপক্ষের সেই নির্ধারণ করা পাওনা গন্ডা সেটা মানতে চায়নি এবং মানতে নারাজ ৷ তাই ভারতের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।