জয় চক্রবর্তী, বনগাঁঃ বাংলাদেশের মানুষদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করবার জন্য বাঁকুড়া, বীরভূম, কাঁচরাপাড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১৮ জনের বয়স্ক ফুটবল দল বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ গেল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে৷ ২০শে সেপ্টেম্বর নড়াইল জেলায়, ২১শে সেপ্টেম্বর মাগুরা এবং ২৩শে সেপ্টেম্বরে ঝিনাইদহে এই ম্যাচ হবে। মোট ৩ টি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ ২৪শে সেপ্টেম্বর দেশে ফিরবেন ভারতীয় ভেটেরান্স ফুটবল খেলোয়াড়রা। ভেটারান্স ফুটবল দলের অধিনায়ক পার্থ রায় বলেন, ৫০ বছরের উর্ধ খেলোয়াড়ও আমাদের দলে রয়েছে। দুই দেশের সম্প্রীতি ও মৈত্রী আরও দৃঢ় করবার জন্য আমাদের এই খেলায় অংশগ্রহণ করা৷
You May Share This
1 - 1Share