ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২১ শে ফেব্রুয়ারি নৈহাটি-ব্যান্ডেল শাখায় রেলে ITI প্রশিক্ষণহীনদের জন্য শূন্যপদের সংখ্যা কমিয়ে দেওয়ার প্রতিবাদে ট্রেন অবরোধ করলেন ITI প্রশিক্ষণহীনরা। মূলত এদিন নৈহাটি-ব্যান্ডেল শাখার গরিফা স্টেশনে আপ লাইনে অবরোধ শুরু হয়। প্রায় দুঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য সম্প্রতি রেলে যে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে ITI প্রশিক্ষণহীনদের জন্য শূন্যপদ অনেকটাই কম বলে দাবি তাঁদের। এরই প্রতিবাদে এদিন সকাল সাড়ে ১০ টা থেকে গরিফা স্টেশনে ট্রেন অবরোধ করেন ITI প্রশিক্ষণহীনরা। ফলে ওই শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এর জেরেই ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিকরা। আর তারপর অবরোধকারীদের সঙ্গে কথা বলেন রেল পুলিশের কর্মীরা। তাঁরা আশ্বাস দেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবরোধকারীদের দাবির কথা জানানো হবে। মূলত এরপরই অবরোধকারীরা অবরোধ তুলে নেন।