31 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়ির নিউটাউনে

 

প্রতিনিধি, শিলিগুড়িঃ শিলিগুড়ির আশ্রম পাড়ার বাসিন্দা 7 বছরের সায়েশা ব্যানার্জি, গত ১৫ই সেপ্টেম্বর জ্বর ও বমি নিয়ে রাত ৯ টার সময় ভর্তি হয় নিউটাউনের সুপার স্পেশালিটি চাইল্ড হাসপাতাল ভাগীরথী নেওটিয়াতে। ১৭ই সেপ্টেম্বর, ভোর বেলা হাসপাতাল থেকে ফোন করে পরিবারকে জানানো হয় বাচ্চার অবস্থা আশঙ্কাজনক। তারপর বাড়ির লোকেরা গেলে ভোর ৫ টা নাগাদ বাচ্চার মৃত্যু হয়।

বাচ্চার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে বাচ্চার মৃত্যু হয়েছে। দুদিন কেটে গেলেও হাতে পায়নি রক্ত পরীক্ষা সহ অন্যান্য রিপোর্ট গুলি। তাদের আরও অভিযোগ, প্রায় ৪৮ ঘন্টা কেটে গেলেও কেন সঠিক চিকিৎসা হলো না। চিকিৎসার জন্যই শিলিগুড়ি ভাগীরথী নেওটিয়া হাসপাতাল থেকে কলকাতা ভাগীরথী নেওটিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাদের বাচ্চাটিকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রুমা ব্যানার্জি থেকে জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সুত্রে জানা গিয়েছে, নিউটাউন থানায় এবং স্বাস্থ্য দফতরে ও মেডিকেল কাউন্সিলে চিকিৎসার গাফিলতিড় জন্য বাচ্চার মৃত্যুর অভিযোগ করবেন পরিবার।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles