35 C
Kolkata
Sunday, March 24, 2024
spot_img

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ট্রাফিক পুলিশ কর্মীর

রাজীব মুখার্জী, নিবরা, হাওড়াঃ ঘড়ির কাঁটায় তখন ভোর ৩টে। আকাশে আলো তখনো ফোটেনি। কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক গার্ডের আগে নিবরা মোড় ক্রসিংয়ে ডিউটি করছিলেন এ. এস. আই. বুদ্ধিনাথ মার্ডি, 8তম ব্যাটেলিয়ান ব্যারাকপুর। ডানকুনি থেকে আসছিলো রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি লরি। ট্রাফিক বুথের সামনে ফেন্সিং দেওয়া ছিল চেকিং এর জন্য। কর্তব্যরত এ. এস. আই. লরিটিকে হাট দেখিয়ে দাঁড় করাতে যান। গাড়ির গতি বেশি থাকার জন্য লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। লরিটি সোজা কলকাতা অভিমুখে ঘুরতে যাওয়ার মুহূর্তে ধাক্কা মারে তাকে। ধাক্কা দেওয়ার পরে অফিসার পরে যান মাটিতে ও চালক লরির পেছনের চাকা তুলে দেয় কর্তব্যরত এ. এস. আই-এর মাথার উপরে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লরির চালক ও খালাসি কে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করছে ডোমজুড় থানার পুলিশ। লরিটিকে ডোমজুড় থানায় আটক করা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles