শান্তনু বিশ্বাস, হাবড়াঃ বেশ কিছু দিন ধরে বাবার কাছে অবদার করছিল ছেলে বাইক কিনে দেওয়ার জন্যে। পেশায় রাজমিস্ত্রী বাবার ক্ষমতা হয়ে ওঠেনি বাইক কিনে দেওয়ার। তাই ছেলে বিয়ারের সাথে ৩০টি ঘুমের ওষুধ মিশিয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটে, বাদুড়িয়া থানার অন্তরর্গত চাতরা এলাকায়। শিরসেন্দু বালা (২৫)। হাবড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে ওয়াস করে ভর্তি নেয়। বর্তমানে সে চিকিৎসাধীন।
You May Share This
27 - 27Shares