শান্তনু বিশ্বাস, হাবড়াঃ দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল দশা, তার প্রতিবাদে হাবড়া-বসিরহাট রোডের পায়রাগাছি এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনা স্থলে হাবড়া থানার পুলিশ গেলে, তারা অবরোধ অবরোধ তুলতে অস্বীকার করে। পরে ঘটনা সামাল দিতে হাবড়া থানার আইসি গৌতম মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী পৌছয় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের আসস্ত করে আইসি হাবড়া বিডিওর সাথে ফোন কথা বলিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে রাস্তা সারাই এর মাল আনা হলেও, ভোটের পর তা তুলে নেওয়া হয়।
You May Share This
8 0 - 8Shares