অমিয় দে, বারুইপুরঃ মাঝের হাট সেতু ভেঙে পরার পর সেতু পরিদর্শনে বারুইপুর মহকুমা শাসক। মাঝের হাট সেতু ভেঙে পরার পর রাজ্যের সেতু গুলির অবস্তা নিয়ে রিপোর্ট দিতে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রি। রাজ্যের অন্যান্য জায়গার মত বারুইপুরের সেতু গুলি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিদর্শন করলেন মহকুমা শাসক দেবারতি সরকার। নির্দেশ দিলেন সেতু গুলির নজর দারিতে গাফিলতি বরদাস্ত করা হবে না। বারুইপুরের শঙ্কর পুরের মিরপুর ও কাটা খালে সেতু পরিদর্শন করে সেতুর পরিস্তিতি খতিয়ে দেখেন তিনি। ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনাও সেরে নেন। সেতুতে বিপদ জনক কিছু দেখলে তা জানাবার নির্দেশ দেন ইঞ্জিনিয়ারদের। এই সেতু পরিদর্শনের পর বারুইপুর চম্পা হাটি রোডে দুধ নই স্কুলের কাছে ভগ্ন কাল ভাট পরিদর্শন করে অবিলম্বে তা সরানোর নির্দেশ দেন মহকুমা শাসক। এই কাল ভাট রাস্তা ব্লক করে দিয়েছে বলে অভিযোগ আসছিল। জমা জলের জন্য স্ত্রানিয় বাসিন্দাদের সম্যসায় ভুগতে হচ্ছে এই কার্ল ভাটের জন্য। মহকুমা শাসক পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে দ্রত সারাইয়ের নির্দেশ দেন।