30 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে ২৫ হাজার গাপ্পি মাছ ছারলো হাবড়া পৌরসভা

 

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ গোটা উওর ২৪ পরগনা জুরে, ডেঙ্গু জ্বরে এখনও পর্যন্ত বেশ কয়েকটি প্রান গিয়েছে এই বছর। গত বছর ডেঙ্গু জ্বরে হাবড়া শহরে মৃত্যু হয় বেশ কিছু মানুষের। এবার যাতে তেমন কোন ঘটনা না ঘটে তাঁর জন্য ততপর হাবড়া পৌরসভা। হাবড়া পৌরসভার উদ্দ্যোগে বিভিন্ন ওয়ার্ডের একাধিক বদ্ধ জলাশয়ে ছাড়া হল ২৫ হাজার গাপ্পি মাছ। পৌর প্রধান নিলিমেষ দাশ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাদের উপস্থিতিতে হাবড়া ১নং ওয়ার্ডের একটি বদ্ধ জলাশয় থেকে শুরু হয় এই গাপ্পি মাছ ছাড়ার পক্রিয়া। এই মাছ গুলো কিছুদিনের মধ্যে একটু বড় হলেই, পৌর এলাকার বিভিন্ন নালা-নর্দমাতে ছেড়ে দিয়ে মশার লার্ভা মারার কাজে ব্যবহারিত হবে। গত বছর এই বর্ষার মরসুমে হাবড়া এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারা যান। বহু মানুষ আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছিলেন। পৌরসভার উদ্দ্যোগে হাবড়া হাসপাতালে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছিল, বেশ কয়েকমাস চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল। তাই এ বছর আর কোন রকম ঝুকি না নিয়ে, আগে থেকেই সর্তকতা অবলম্বন করেন হাবড়া পৌরসভা। পৌরপ্রধান নিলিমেষ দাস বলেন, গত বছর হাবড়া বাসির কষ্ট দেখে, আমরা এ বছর আগে ভাগেই রুটিন মাফিক পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশার তেল সহ বিভিন্ন ঔষধ স্প্রে করাই। তেমনি স্বাস্থ দপ্তরের তরফ থেকেও নানা ঔষধ দেওয়া হয়। বিশাক্ত মশার থেকে রোগমুক্ত হওয়ার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করা উচিৎ, আমরা সেটাই করবার চেষ্টা করছি। এদিন ২৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হলেও বাকি ৩০ হাজার মাছ পরর্বতীতে দেওয়া হবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এবার একটু হলেও স্বস্তির মুখ দেখছে হাবড়া বাসী।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles