34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

টাকী হাসপাতালে পশু কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না মেলায় নাজেহাল রুগী সহ পরিজনেরা

 

শান্তনু বিশ্বাস, হাসনাবাদঃ উত্তর ২৪ পরগনার টাকী গ্রামীন হাসপাতালে কুকুর, বিড়াল কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় চরম দূর্ভগের স্বীকার হতে হচ্ছে রুগী সহ এলাকাবাসীদের।প্রত্যান্ত এলাকা হাসনাবাদ, টাকী পৌরসভা সহ কয়েকটি পঞ্চায়েতের বৃহৎ এলাকার মানুষের একমাত্র ভরসা এই টাকী গ্রামীন হাসপাতাল। আর এই হাসপাতালেই কয়েক দিন ধরেই মিলছে না কুকুর, বিড়াল কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন। অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুর বিড়ালে কামড়ানো ও আঁচড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন মিলছে না এই হাসপাতালে। সঠিক সময় প্রতিষেধক ভ্যাকসিন না দিতে পেরে চিন্তিত রোগী থেকে রোগীর আত্মীয় স্বজন। হাসনাবাদের বৃহৎ এলাকার মানুষ ইছামতি নদী পেরিয়ে দিনের পর দিন ঘুরছে এই ভ্যাকসিনের জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আজ নয় কাল, কাল নয় পরশু বলে দিনের পর দিন ঘোরাচ্ছে বলে অভিযোগ তুলছে আহতরা। টাকী গ্রামীন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকুল রায় জানান, “গত ৭ দিন আগে হাসপাতালে ভ্যাকসিন এসেছিল, তবে এখন কুকুর কামড়ানো রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে হারে ভ্যাকসিন সরবাহ না থাকায় এই সমস্যা হচ্ছে”। এই অসুবিধার কথা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে বলে জানান তিনি। এই মুহুর্তে রোগীদের বেলেঘাটা আই ডি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles