24 C
Kolkata
Tuesday, December 5, 2023
spot_img

পিএনবি জালিয়াতির দায় অডিটরদের উপর চাপালেন দেশের অর্থমন্ত্রী

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

‘সরকার জালিয়াতদের খুঁজে বের করবেই’ পিএনবি দুর্নীতিতে নীরবতা ভুলে অবশেষে স্বরব অর্থমন্ত্রী অরুন জেটলির।

পাশাপাশি অরুন জেটলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে প্রতারণা করে ১১,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে ইতিমধ্যে দেশছাড়া হিরে ব্যবসায়ী নীরব মোদীর নাম উল্লেখ না করে পিএনবি দুর্নীতির দায় চাপিয়ে দেন অডিটরদের উপরে। এক্ষেত্রে অর্থমন্ত্রীর মন্তব্য,টানা ৭ বছর ধরে ব্যাঙ্কের ইন্টারন্যাল ও এক্সটারন্যাল অডিটররা জালিয়াতি ধরতেই পারেননি।

এছাড়া তিনি আরও বলেন, কোন রকমের দুর্নীতি যাতে না হয় তাঁর জন্য সব ক্ষমতাই ব্যাঙ্ক কর্তৃপক্ষের রয়েছে। কিন্তু তারপরও যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে নজরদারিতেই কোন গলদ ছিল। এমনটাই মন্তব্য করেন দেশের অর্থমন্ত্রী। অপরদিকে দেশের ব্যাঙ্ক দুর্নীতির ইতিহাসে সবচেয়ে বড় প্রভাব করদাতাদের উপরেই পরবে তা স্বীকার করেন অরুন জেটলি।

প্রসঙ্গগত, পিএনবি জালিয়াতির সাথে জড়িত নীরব মোদী ও মেহুল চোকসির কোম্পানির ৫ জন আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। এমনকি এই ঘটনায় রয়েছে অনিল ও মুকেশ আম্বানির খুড়তুতো ভাইয়ের নামও।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles