31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

দূর্গাপূজোর আগেই রক্তদান শিবিরের মধ্য দিয়ে কালীপুজোর খুঁটি পূজো দিয়ে শুভ সুচনা হয়ে গেলো সোনারপুরে

অমিয় দে, সোনারপুরঃ রক্তদান উৎসবের পাশাপাশি কালীপূজার খুঁটিপূজা এক সাথেই সারলেন দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত রবীন্দ্রনগর সবুজ সাথী ক্লাবের সদস্যরা। ৯ই সেপ্টেম্বর, রবিবার দুপুরে এই খুঁটিপূজো ও রক্তদান উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুর্গাপুজোর এখনো প্রায় এক মাসের বেশী বাকী। আর তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল কালীপুজোর তোরজোড়। ৫৬ তম বর্ষে এবারে সবুজসাথী ক্লাবের কালীপুজোর ভাবনা পরিবেশ রক্ষা। বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, তাতে আগামী দিনে ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে চলেছে মানব সভ্যতার উপর। সেই কারণে পরিবেশ রক্ষার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার মন্ত্র নিয়েই এবারের কালীপুজোর থিম রচনা করেছেন এই ক্লাবের পুজো উদ্যোক্তারা। রবিবার সেই পুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের কালীপুজোর শুভারম্ভ হল। খুঁটি পূজোর পাশাপাশি এদিন রক্তদাণ উৎসবের আয়োজনও করেন এই পূজা কমিটির সদস্যরা। উদ্যোক্তাদের দাবী, শুধু পুজো করে মানুষকে আনন্দ দেওয়া নয়, রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোও তাদের অন্যতম দায়িত্ব।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles