রাজীব মুখার্জী, হাওড়া স্টেশন : ৬ই সেপ্টেম্বর রাত 10 টা বেজে 04 মিনিটে হঠাৎই হাওড়া স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনায় প্রকাশ স্টেশনের পুরনো বিল্ডিঙে 9 আর 10 নম্বর প্লাটফর্মের মাঝে একটি মিটার বক্সে হঠাৎ করে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। এটাই সৌভাগ্যের বিষয় যে তখন স্টেশন চত্বরে ভিড় কম ছিল। হঠাৎ করে আওয়াজ ও আতশ বাজির আগুনের ফুলকি দেখে চমকে ওঠেন সাধারণ যাত্রী থেকে উপস্থিত কর্তব্যরত আর. পি. এফের কর্মী রা। সাথে সাথে ওখানে থেকে সাধারণ যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ হতাহত হয় নি। তবে এই ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়েছে স্টেশন চত্ত্বর জুড়ে। হাওড়া দমকলকে ফোন করা হয়ে কিছুক্ষণের মধ্যে দমকল এসে পৌঁছায়। আর. পি. এফ এর জওয়ানেরা ওই জায়গাটি ঘিরে রাখে। এই পরিস্থিতি ভয়ানক হতে পারতো যদি অফিস টাইমে এই ঘটনা ঘটতো। বলা বাহুল্য যে হাওড়া স্টেশন এই রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিন কয়েক লক্ষ্যাধিক মানুষের যাতায়াত। ভিড়ের সময় এই ঘটনা ঘটলে মারাত্মক ক্ষয় ক্ষতি হতে পারতো বলে মনে করছেন ঘটনাস্থলে থাকা যাত্রীরা। যাত্রী সুরক্ষার কথা ভারতীয় রেল মুখে বার বার বলে এলেও এখনো এই ধরণের ঘটনা যা নিত্য দেখা শোনার গাফিলতিরই একটি নিদর্শন তা বলাই বাহুল্য। যদিও বা হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি। জিজ্ঞেস করতে গেলে তিনি ও আর. পি. এফ এর আধিকারিকরা বিষয় টি এড়িয়ে যান। তবে সাধারণ নিত্য যাত্রীদের সাথে কথা বলে বেশ বোঝা যায় তাদের মধ্যে এই নিয়ে যথেষ্টই ক্ষোভ আছে। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রেলের নিরাপত্তা নিয়ে গাফিলতির নানা প্রসঙ্গ উঠে আসে যাত্রীদের কথায়।