জয় চক্রবর্তী, গোপালনগরঃ ঘটনাটি গোপালনগর থানার সুন্দরপুর রেলগেট এলাকার। প্রায় নয় কিলোমিটার রাস্তা খারাপ থাকার দরুন, সুন্দরপুর এলাকার মানুষের ভোগান্তি চরমে। যার দরুন রাস্তার বরাত দেওয়া হয় কন্ট্র্যাক্টরকে। দীর্ঘদিন রাস্তার মালপত্র রাস্তার পাশে ফেলে রাখলেও রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছিলনা। কয়েকদিন এলাকাবাসীদের কাছে খবর আসছিল, রাতের অন্ধকারে রাস্তার পাথর কেই বা কারা তুলে নিয়ে যাচ্ছে রাস্তার কাজ না করে। সেই মত, বৃহস্পতিবার রাতে পাথর চুরি করার সময়, হাতে নাতে ধরে ফেলে একটি ট্রলি ও জেসিপি কে। দুই গাড়ির চালক কে এলাকাবাসীরা জিঙ্গাসাবাদ করে জানতে পারে, এই পাথর রেলের কাছে বিক্রি করে দিয়েছে রাস্তার বরাত পাওয়া সংস্থার সুপারভাইজার। তাই তারা পাথর নিয়ে গিয়ে রেল গেটের কাছে ফেলছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার কথা গোপালনগর থানায় জানানো হয়। এখন তদন্তে পুলিশ।