36 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বেঙ্গালুরুতে হয়েছে খুঁটি পুজো, মহেশতলায় হয়েছে মহালয়া, আমডাঙায় হল সপ্তমী আর দিল্লিতে হবে বিসর্জনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

শান্তনু বিশ্বাস, আমডাঙ্গাঃ পঞ্চায়ত বোর্ড নিয়ে বেশ কিছু দিন ধরে আমডাঙ্গার বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। তার শান্তি বার্তা দিতে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আজ জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বলেন, "আজ থেকে আমডাঙার দায়িত্ব নিলাম আমি"। কতধানে কত চাল, এবার আমি বুঝিয়ে দেব। বেঙ্গালুরুতে হয়েছে খুঁটি পুজো, মহেশতলায় হয়েছে মহালয়া, আমডাঙায় হল সপ্তমী আর দিল্লিতে হবে বিসর্জন"। আমডাঙার বহিসগাছি হালদারপাড়া মোড়ে এই সভার আয়োজন করা হয়েছিল। প্রশঙ্গত, ২৮শে অগাস্ট রাতে বহিসগাছি গ্রামে, তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় তৃণমূলের ২ জন এবং সিপিএমের এর ১ জন কর্মী মারা যায়। সেই ঘটনার প্রেক্ষিতে আজ আমডাঙায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ দীনেশ ত্রিবেদী, সাংসদ ইদ্রিশ আলি, আমডাঙার বিধায়ক রফিকুল ইসলাম, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং, সভাধিপতি রেহেনা খাতুন, যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক সহ অন্যরা। সভার প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাশাসনিক ভাবে গোটা আমডাঙ্গা ছিল আটোসাটো নিরাপত্তায়। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, "আর হবে নাতো নতুন করে কোন অশান্তি"।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles