শান্তনু বিশ্বাস, মধ্যমগ্রাম:
২০ শে জানুয়ারি উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ারের ঘুষিতে প্রান হারান গারমেণ্ট ব্যবসায়ী সৌমেন দেবনাথ। এর জেরেই ২১ শে জানুয়ারি সকালে মধ্যমগ্রামের চৌমাথায় ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অভিযুক্ত সিভিক পুলিশ সৌমেন রায়ের গ্রেফতারের দাবিতে। তবে এই অবরোধ তুলতে এসে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ক্ষুব্ধ এলাকবাসীদের সঙ্গে।
অবশেষে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবোরধ উঠে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এমনকি এরপরই পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে বারাসাত আদালতে তোলে।
সুত্রের খবর,বিচাকর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে ওই ধৃত সিভিক এর নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ তাকে হাবড়ার পুলির কাছে রাখেন। এছাড়া আরও জানা যায়, মধ্যমগ্রাম কান্ডে ধৃত সিভিকের তিন দিনের পিসির রায় দিয়েছে বারাসাত আদালত ।