জয় চক্রবর্তী, বনগাঁঃ বনগাঁ পঞ্চায়েত সমিতি গঠিত হল। মোট আশন সংখ্যা ৪৭, তৃণমূল ৪০, বিজেপি ৭, তৃণমূল কংগ্রেস পুনরায় এখানে ক্ষমতাসীন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রদীপ বিশ্বাস এবং সহ-সভাপতি পদে হয়েছেন প্রবীর কুমার দাস। বোর্ড গঠনের পর তৃণমূলের পক্ষ থেকে একটি সম্মান প্রদান অনুষ্ঠান করা হয়৷ পাশাপাশি আজ বাগদাতেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হল, মোট আশন সংখ্যা ২৭, তৃণমূল ২১ ও বিজেপি ৬ টি আশন পেয়েছে। তৃণমূল কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হন গোপা রায় ও সভাপতি পদে নির্বাচিত হন তরুণ ঘোষ।
You May Share This
1 - 1Share