শান্তনু বিশ্বাস, হিঙ্গলগঞ্জঃ উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল এলাকায় অজানা জ্বরে মৃত্যু হল এক যুবকের। পরিবার সুত্রে খবর, পেশায় কৃষক ও বিড়ি শ্রমিক চিরঞ্জিৎ সরকার গত বৃহস্পতিবার জ্বর নিয়ে ভর্তি হয় সান্ডেলবিল হাসপাতালে। রক্ত পরীক্ষার পর অবস্থার অবনতি হওযায়, সেখান থেকে শনিবার তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রবিবার সকালে কলকাতা আইডি হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌছাবার অল্প কিছু সময় পরই মৃত্যু হয় তার। প্রসঙ্গত, গত দুইমাস আগে বিবাহ হয় চিরঞ্জিতের। পরিবারে সে আর স্ত্রী ছাড়া রয়েছেন তার মা, দিদিমা ও এক দাদা। তার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশিরা। স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হলে তার ডেঙ্গু যদি আগে ধরা পরত তাহলে হয়তো প্রানটা বেঁচে যেত এমনটাই দাবি পরিবারের। কবে মিলবে প্রাশাসনের নজর, এমন প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।