Thursday, March 23, 2023
spot_img

কেরালায় বন‍্যা দুর্গতদের সাহায্যার্থে বাংলায় প্রীতি ফুটবল ম‍্যাচ

 

শান্তনু বিশ্বাস, বসিরহাট: ভয়াবহ বন‍্যা বহু মানুষের প্রাণ কেড়েছে, নিশ্চিহ্ন বহু ঘরবাড়ি, ক্ষতির পরিমাণ হিসাব বহির্ভূত। সারাদেশ কেরালার পাশে। একবিংশ শতাব্দীর এই প্রাকৃতিক দুর্যোগ সারা দেশের কান্নার কারণ। পিছিয়ে নেই ভারতীয় ফুটবলাররাও। ফুটবলরারের সাপ্লাই লাইন বলে পরিচিত বসিরহাট শহরের নিউ বাণি সংঘের মাঠে তাই নেমে পড়লো বসিরহাট একাদশ ও কোলকাতা একাদশ। লক্ষ্য কেরালার দুর্গতদের জন‍্য অর্থ সংগ্রহ। অর্থদানের মাধ‍্যমে সহযোগিতার হাত বাড়ালো বসিরহাট পৌরসভা, টাকী পৌরসভা সহ বসিরহাটের, ইটিন্ডা পানিতর গ্রামপঞ্চেত, গাছা আখারপুর গ্রামপঞ্চেত ও একাধিক অটো ইউনিয়ন।

পিছিয়ে নেই স্কুল পড়ুয়ারাও। অর্থ সাহায্য করলো গাছা-আখারপুর হাই স্কুলও। প্রাক্তন ফুটবলারদের মধ‍্যে এই প্রীতি ম‍্যাচে অংশ গ্রহণ করলেন তুষার রক্ষিত, অলোক দাস, হাবিবুর রহমান মন্ডল, নাজিমূল হক ও এই প্রীতি ম‍্যাচের আহ্বায়ক দীপেন্দু বিশ্বাস সহ অতিতের মাঠ কাপানো এক ঝাঁক তারকা ফুটবলাররা। পাশাপাশি এদিনের খেলায় খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে মাঠে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার পৌরপিতা তপন সরকার সহ পৌরসভার অন‍্যান‍্য কাউন্সিলররা এবং বসিরহাট জেলা হাসপাতালের সুপার শ‍্যামল হালদার ও আপামর বসিরহাটবাসী। এই সংগ্রহিত অর্থ মুখ্যমন্ত্রীর তহবিলে তুলে দেওয়া হবে। সেই অর্থ কেরালায় যাবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles