32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

তৃণমূল ছাত্র দিবস পালনের ৩ দিনের মাথায় গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হল অশোকনগর শতবার্ষিকী কলেজ

শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ গত ২৮শে আগস্ট ছিলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস পালনের তিন দিনের মাথায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। এর আগেও বেশ কয়েকবার দুই গোষ্ঠীর সংঘর্ষের কথা উঠেছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রাক্তন রাজ‍্যের সভাপতি জয়া দত্তের অনুগামী ও স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিং-এর অনুগামীদের মধ্যেই এই সংঘর্ষ হয়। ১লা সেপ্টেম্বর, সকালে কলেজের ভিতরে প্রবেশ করেছিলো স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিং এর কিছু অনুগামী পড়ুয়ারা। সেই সময় আচমকা হামলা চালায় জয়া দত্তের অনুগামী পড়ুয়ারা। এরপর শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এমনটাই অভিযোগ। ঘটনায় বেশ কয়েক জন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। নেত্রী জয়া দত্তের অনুগামী পড়ুয়াদের এই অভিযোগ অশ্বীকার করেছে, তাদের দাবী “কলেজের ভেতর কিছু বহিরাগত দুস্কৃতি প্রবেশ করছিলো, তাদের ফিরে জেতে বলায় একটা ঝামেলা হয়”। প্রদীপ সিং-এর অনুগামী পড়ুয়াদের পাল্টা দাবী, “জয়া দত্তের অনুগামীরা বহিরাগত দুস্কৃতি এনে আমাদের উপর হামলা চালায়”। এখন গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles