শান্তনু বিশ্বাস, হাবড়াঃ হাবরায় বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে গোবরডাঙ্গা শহরের সুভাষপল্লী নিজের বাড়িতে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুন্তল মজুমদারের (২৪)। কুন্তল নেপালে একটি বেসরকারি মেডিকাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুন্তল খুব দ্রুত গতিতে নতুন বুলেট মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, মাথায় ছিলোনা হেলমেট। বেড়গুম কৃষ্ণনগর বাজারের কাছে রাস্তার পাশে পোষ্টে ধাক্কা মারেসে, তৎক্ষণাৎ ছিটকে পড়ে যায় আর তার মোটরবাইক গিয়ে পড়ে পাশে নয়নজলিতে। পরে স্থানীয়রা কুন্তল কে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
You May Share This
27 - 27Shares