জয় চক্রবর্তী, গাইঘাটাঃ সাত সকালে গাছ ভেঙে পড়ে ৩৫ নং জাতীয় সরকে। ৩১শে আগস্ট, শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার নহাটা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৭:৪০ নাগাদ নহটা মোড়ের কাছে একটি প্রাচীন বট গাছ ভেঙে পড়ে যাশোর রোড়ের উপর। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। সারি দিয়ে দাড়িয়ে পরে গাড়ি। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের। ক্ষোভ তৈরি হয় যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে। প্রশাসনের দেখা না পেয়ে গাছ সরানোর কাজে হাত লাগায় গাড়ি চালক ও স্থানীয়রা। কোন মতে রাস্তার পাসে গাছটি টেলে সরিয়ে যান চলাচল আবার শুরু হয়। ঘটনার প্রায় দেড় ঘন্টা পরে ঘটনা স্থলে আসে পুলিশ। যদিও ততক্ষনে যান চলাচল প্রায় সাভাবিক হয়ে যায়।
You May Share This