জয় চক্রবর্তী, গোপালনগরঃ যে রক্ষক, সেই ভক্ষক। পাশের গ্রামের এক যুবতী কে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কর্তব্য রত এক পুলিশ কর্মী কে গ্রেফতার করেছিল গোপাল নগর থানার পুলিশ। ধৃতের নাম বিপ্লব সরকার। ধৃত ওই পুলিশ কর্মী বর্তমানে ইন্দোতিব্বতিয়ান বর্ডার পুলিশে উত্তরাখন্ড রাজ্যে কর্মরত। ধৃতের বাড়ি গোপালনগর থানার রুস্তমপুর এলাকায়। যুবতীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ওই যুবতীর সাথে সহবাস করে। বেশ কয়েক বছর ধরে ওই যুবতীর বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের। যুবতীর পরিবার বিয়ের প্রস্তাব দিলে পারিবারিক বিভিন্ন কারন দেখিয়ে ওই যুবতী কে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। এর পরেই অভিযুক্তের শাস্তি চেয়ে গোপালনগর থানার দ্বারস্থ হয় যুবতী ও তাঁর পরিবার। ধৃতের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও ধর্ষনের মামলা রুজু করা হয় ৷ গোপালনগর থানার পুলিশ ওই যুবক কে গ্রেফতার করে বনগাঁ মহাকুমা আদালতে তুলে দেয় ৷ সস্প্রতি ওই যুবক বিয়ে করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালতের নির্দেশে তাকে জামিন দেওয়া হয় এবং আজ সকাল ১১টা নাগাদ আইনজিবীদের সামনে আদালত চত্তরে ধর্মীয় মতে বিয়ে দেওয়া হয়৷