জয় চক্রবর্তী, বনগাঁঃ পকসো আইনে অভিযুক্ত আসামী আদালতের বেল অর্ডার ছাড়াই ঘুরে বেড়োচ্ছে বাইরে। আর এই অভিযোগে বিক্ষোভ মিছিল হল আইনজিবীদের। সাব জেলার কে অপসারনের দাবী, জেলারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলল আইনজীবীরা। ঘটনাটি ঘটে ৩০শে আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ বনগ্রাম উপ সংশোধনাগারের সামনে ও বনগাঁ আদালত চত্বরে। মা, মেয়েকে ধর্ষণ করে সোস্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকি দিয়ে গোপালনগর থানায় গ্রেফতার হয় সাবির মণ্ডল নামে এক শিক্ষক।
Thank you for reading this post, don't forget to subscribe!
২৮শে আগস্ট মায়ের অভিযোগে জামিন হয় ওই শিক্ষকের, কিন্তু নাবালিকা মেয়ের অভিযোগের জামিন হয় নি সাবিরের৷ আজ বনগাঁ আদালতে নাবালিকার আভিযোগের কেসে হাজিরা দিতে এলে তাকে আইনজীবিরা ঘিরে ধরে ৷ ঘটনার প্রতিবাদে জেলখানার সামনে বিক্ষোভ দেখায় আদালতের আইন জিবীরা ও নাবালিকা মেয়ে। বৃহস্পতিবার তার আদালতে ডেট ছিল। কিন্তু তার আগেই ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত শিক্ষক। এই ঘটনা চোখে পড়ে সকল আইনজীবীদের। তাদের দাবী বিশাল অর্থের বিনিময় দায়িত্বে থাকা জেলার তাকে ছেড়ে দিয়েছেন। না হলে কি করে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে? জেলারের সই ছাড়া কোন আসামী বেরোতে পারেনা বাইরে। এখন তাদের প্রশ্ন, কবে বন্ধ হবে এই সব কাজ কর্ম?।